সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ৩ অক্টোবর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

গোদাগাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান বিষয়ক সচেতন সভা

অনলাইন ভার্সন
অক্টোবর ৩, ২০১৮ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৮ সম্পর্কিত সচেতন সভা অনুষ্ঠিত হয়েছে।   বুধবার বেলা ১১ টায় গোদাগাড়ী উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকাতর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক।

সচেতন সভায় আগামী ৭ অক্টোবর হতে ২৮ অক্টেবর  -২০১৮ ইং তরিখ পর্যন্ত ইলিশ মাছ ধরা, পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় দন্ডনীয় অপরাধ বলে সভায় উপস্থি মৎস্যজীবি ও জেলে ও মাছের আড়ৎদারের উপস্থিতিতে বিশেষ সতর্কবাতা প্রদান করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শামসুল কবীর তার  স্বাগত বক্তব্যে বলেন, ৭ অক্টোবর হতে ২৮ অক্টেবর  -২০১৮ ইং তরিখ পর্যন্ত ইলিশ মাছ ধরা, পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় দন্ডনীয় অপরাধ। এই সময়ে আইন অমান্যকারীর দন্ড কমপক্ষে ১ বছর হতে সর্বোচ্চ ২ বছরের কারাদন্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবে বলে জানিয়ে দেন।

সভায় উপস্থিত সকলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ওয়াদা করেন যে এই সময়ে তারা ইলিশ মাছ ধরা, মারা ও বিক্রয় হতে বিরত থাকবেন।
ইলিশ মাছ ধরা নিষিদ্ধ সময়ে জেলেদের পক্ষ হতে সরকারের নিকট হতে জেলে সম্প্রদায় কে সহযোগিতার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়।

খবর২৪ঘণ্টা.কম/জেএন        

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।