গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে মাস্ক না পড়ে বাজারে আসায় এক যুবককে ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলমগীর হোসেন জরিমানা করেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ (২১-২৭ জুলাই) উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা। একইসাথে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি জন্য প্রচারণা চালানো হয়।
গোদাগাড়ী পৌর এলাকার রেলবাজরে অভিযান চলাকালে বারুইপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ জুয়েল বাজারে মাস্ক না পড়ে বাজার করছিলো। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন মাস্ক ব্যবহার না করার অপরাধে সংক্রামন রোগ (প্রতিরোধ,নির্মুল, নিয়ন্ত্রণ আইন ২০১৮্ (২৫) লঙ্ঘন করায় ৫০০ জরিমানা করা হয়।
খবর২৪ঘন্টা/নই