গোদাগাড়ী প্রতিনিধি: একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যাক্তিই যথেষ্ট, ইয়াবা ভয়াবহ মাদক, সেবন থেকে বিরত থাকুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী আলোচনা সভা করেছে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় আনোয়ারা ফহিম জিয়াউদ্দী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ‘ক’ সার্কেলের পরিদর্শক আমিনুল কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদা আক্তার, সহকারী শিক্ষক শামিমা পারভিন,শহিদুল ইসলাম,শামিম হোসেন,মোতালেব হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে মাদকের ভয়াবহ ব্যবহার ও তা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সচেতন না হলে যুব সমাজসহ আগামী প্রজন্ম মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংস হয়ে যাবে।