নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ী থানা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, পৌর বিএনপির সভাপতি মজিবর রহমান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র আনোয়ারুল হক চৌধুরীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। অন্য আটককৃতরা হলো, শামিম, মিজান ও পলাশ।জানা গেছে, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী আসনে বিএনপির প্রার্থী ব্যারিষ্টার আমিনুল হকের গণসংযোগ শেষে প্রার্থীসহ গোদাগাড়ীতে ফিরছিলেন বিএনপির ভারপ্রাপ্ত থানা
সভাপতি আব্দুস সালাম শাওয়াল। এ সময় হেলিপ্যাডের সামনে পৌঁছালে পুলিশ গাড়ী থামিয়ে শাওয়ালকে তাঁর বিরুদ্ধে অভিযোগ আছে বলে আটক করে নিয়ে যায়। এদিকে, মঙ্গলবার দুপুরে পৌর বিএনপির সভাপতি মজিবর রহমান ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আনারুল হক চৌধুরীকে গোদাগাড়ী ব্যাংকপাড়া গোলচত্বর থেকে আটক করে নিয়ে যায় পুলিশ। এ সময় তাদের বিরুদ্ধে অভিযোগ আছে বলে থানায় নিয়ে যাওয়া হয়। গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘন্টা/আর