গোাদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জন গুরুতর আহত বলে গোদাগাড়ীর ট্রাফিক সার্জেট মোঃ জাকির হোসেন জানান।
জানাযায়, সোবার বেলা সড়ে ১২ টার দিকে উপজেলার রেলগেট বাজারের চাঁপাই নবাবগঞ্জ গামী বিআরটিসি বাস ও রাজশাহী গামী ধানের খড় বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারালে মুখো মুখির সংঘর্ষ ঘটে।
এতে বাস ও ট্রাকেট প্রায় ১৫ জন আহত হয়। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানতে পারা যায়নি।
দূর্ঘটনার খবর পুলিশ ও ফায়ার সার্ভিস জানতে পেরে তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতাল ও গোদাগাড়ী হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় প্রায় আধাঘন্টা যানচলাচল বন্ধ থাকে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।
খবর২৪ঘণ্টা, জেএন