নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার ব্যালট পেপারে সীল মারার অভিযোগে সুলতানগঞ্জ আল জামিয়াতুস সালাফিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ভোট স্থাগিত করা হয়েছে। রোববার দুপুরে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম। আটককৃতরা হলেন, পোলিং অফিসার নাজমুল হক, সহকারি প্রিজাইডিং অফিসার মুকিদ আলী মাস্টার ও নৌকার পোলিং এজেন্ট মাসুদ রানা। রিটানিং অফিসার সাইফুল ইসলাম জানান, তিনজন মিলে নৌকার পক্ষে ব্যালট পেপারে সিল
মারছিল। বিষয়টি তৎক্ষনিকভাবে ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে। তারা গিয়ে তাদের আটক করে বেশকিছু সিল মারা ব্যালট পেপার জব্দ করে। পরে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষনা করা হয়। এদিকে, গোদাগাড়ী উপজেলার আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের পোলিং এজেন্ট আমিনুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। ভোট গ্রহণ স্থগিত ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মশিউর রহমান।
খবর ২৪ ঘণ্টা/আরএস