রাজশাহীর গোদাগাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা লেগে চাপা লেগে ভেতরে চালকসহ তিনজন আটকে আছে। আজ বুধবার গোদাগাড়ী উপজেলার রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বসন্তপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভেতরে আটকে পড়ে আছে ট্রাকের ড্রাইভার, হেলপার ও অপর একজন। তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। গোদাগাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদল ড্রিল মেশিন দিয়ে উদ্ধার তরপরতার কাজ চালাচ্ছে। এ ঘটনায় কেউ মারা গেছে কিনা তা জানা যায়নি।
গোদাগাড়ী থানার ওসি খলিলুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ মারা গেছে কিনা তা জানা যায়নি।
এস/আর