নিহত হাসিব সুলতানগঞ্জ গ্রামের আব্দুল হাকিমের পুত্র।
গোদাগাড়ী মডেল থানার এসআই নুর ইসলাম জানান, বেলা সাড়ে ১২ টার দিকে চাঁপাই নবাবগঞ্জ হতে ছেড়ে আসা একটি ট্রাক ফরিদপুর পেট্রোল পাম্পের নিকট আসে । সেই সময়ে সাইকেল চালিয়ে হাসিব সুলতানগঞ্জ বাজারের দিকে আসছিলো।
ট্রাকটি হাসিবকে ওভার টেক করতে গিয়ে পেছনের চাকায় পিস্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়। সে চতুর্থ শ্রেণীর ছাত্র বলে জানা যায়।
এই ঘটনায় ঘাতক ট্রাক ও হেলপার কে আটক করে করা গেলেও ড্রাইভার পলাতক বলে এস আই নুর ইসলাম জানান।
নিহত হাসিবের পক্ষ হতে কোন দাবি না থাকলে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে এবং
ট্রাকটি আটক করে বর্তমানে থানায় নেওয়া হয়েছে বলে এস আই নূর ইসলাম এই প্রতিবেদক কে জানান।
খবর২৪ঘণ্টা.কম/রখ