নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পেছন থেকে আসা ট্রাকের ধাক্কায় সোরাব (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গোদাগাড়ী উপজেলার চর মোক্তানগর এলাকার মোজাম্মেলের ছেলে। শুক্রবার রাত ৮টার দিকে চাপাল এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গোদাগাড়ী উপজেলার চাপাল এলাকায় অবস্থিত একটি অটো রাইস মিলের কাছে পেছন থেকে আসা একটি ট্রাক অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে কেবিনে থাকা সোরাবের পায়ে আঘাত লেগে পা ভেঙ্গে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা খুব বেশি ভাল নয় বলে আরো জানা গেছে। রামেক হাসপাতাল পুলিশ বক্স জানায়, আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খবর২৪ঘন্টা/নই