1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে কবর থেকে লাশ চুরি করতে গিয়ে কবিরাজ আটক - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

গোদাগাড়ীতে কবর থেকে লাশ চুরি করতে গিয়ে কবিরাজ আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

রাজশাহীর গোদাগাড়ীতে কবর থেকে  লাশ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছে দিলিপ দাশ নামে এক কবিরাজ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলাধীন ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। আটককৃত কবিরাজ ওই গ্রামের মৃত যতনের ছেলে দিলিপ দাশ (৫২)।

জানা যায়, দিলিপ কর্মজীবনে কবিরাজি করে সংসার চালায়। তার তিন ছেলে ও এক মেয়ে আছে । কবিরাজি সাধনার জন্য মঙ্গলবার সন্ধ্যার পরে অন্ধকারে লাশ চুরির উদ্দেশ্যে কবরস্থানে ঢুকে পরে। কবরস্থানটি রাস্তার পাশ্বে হওয়ায় মৃত নারীর দাদা লুৎফর রহমান রাস্তা দিয়ে যাওয়ার পথে কবরটির দিকে তাকালে বাঁশের বেড়া খুলে পড়ে থাকতে দেখে এগিয়ে গেলে হঠাৎ দিলিপ কবর থেকে উঠে আসলে তিনি ভয় পেয়ে চিৎকার করে দৌড় দেন। পরে এলাকাবাসী এগিয়ে এলে দিলিপকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেন।

পরে গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল এস আই মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে ।

এই ঘটনায় ২৯৭ ধারায় অনধিকার প্রবেশ করে মৃত দেহের অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিত্য পদ দাস।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team