গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে এক কৃষি শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্র(প্রেমতলী) হাসপাতালে ভর্তি অবস্থায় জয়নাল শেখ(৪৫)নামের এক কৃষক মারা যায়। স্থানীয় সুত্র বলছে গত বৃহস্পতিবার সন্ধার দিকে উপজেলার আষাড়িয়াদহ পানি পার গ্রামের ফজল শেখের ছেলে জয়নাল শেখসহ কয়েকজন স্থানীয় স্কুল মাঠে বসে গাজা সেবন করছিল। এ সময় বিজিবি-১ সাহেব নগর সীমান্ত ফাড়ীর সার্জেন্ট আব্দুর রহিম বসে থাকা গাজা সেবনকারিদের লাঠি দিয়ে পিটিয়েছিল। এরপর থেকে জয়নাল শেখ অসুস্থ্য অবস্থায় বাড়ীতে ছিল। শারিরিক অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্র(প্রেমতলী) হাসপাতালে
ভর্তি হওয়ার ৪০ মিনিট পর মারা যায়। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মেসবাহুল হাসান খান বলেন,জয়নাল শেখ মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। ময়না তদন্ত রির্পোট পাওয়ার মৃত্যুর কারণ জানা যাবে।পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর মর্গে পাঠানো হবে বলে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল বারী জানান। চরআষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ বলেন,মৃত্যুর কারণ সম্পর্ক আমার জানা নেই। শুনেছি বিজিবির সদস্য আব্দুর রহিম কিছু মাদকাক্ত ব্যাক্তিকে মারধর করেছে। সে সময় জয়নাল শেখ মারধরের শিকার হয়েছিল তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিজিবি -১ রাজশাহী ব্যাটলিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, পিএসসি বলেন,বিজিবি সদস্য কর্তৃক মারধরের বিষয়টি আমার জানা নেই।তবে খোজ খবর নিয়ে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।