নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে নিহত আওয়ামী লীগ নেতা ইসমাঈল হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গোদাগাড়ীর পালপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাহফিলে অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-১(তানোর- গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও
রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক আসাদসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী। সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তথ্য ও প্রচার সম্পাদক আব্দুল গফুর।
খবর ২৪ ঘণ্টা/আর