নিজস্ব প্রতিবেদক:
গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নের আয়োজনে শুক্রবার বিকেলে পাঁইতাপুকুর গীর্জার নিকট দুস্থ্য আদিবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী পারগানা বাবুলাল মুর্মু। প্রধান অতিথি ছিলেন রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম। অন্যদের মধ্যে আদিবাসী নেত্রী নির্মলা সরেনসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, তাঁর ইউনিয়ন এলাকায় কোন আদিবাসী অসহায় থাকবেনা। শীতে কষ্ট পাবেনা। না খেয়ে দিনাদিপাত করবেনা। আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে তাঁর ইউনিয়নের সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান অব্যাহত রয়েছে। সেইসাথে শীতে যেন কষ্ট না পায় তার জন্য প্রতিটি ওয়ার্ডের আদিবাসীদের আলাদাভাবে শীতবস্ত্র তিনি প্রদান করছেন। তাঁর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান চেয়ারম্যান।
খবর ২৪ ঘণ্টা/আর