গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নির্বাচনে ৪৯ হাজার ৫০৬ ভোট পেয়ে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীকের মোঃ জাহাঙ্গীর আলম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি স্বতন্ত্র প্রর্থী হিসেবে টিউবওয়েল প্রতীক ২৪ হাজার ৭৪৮ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুফিয়া খাতুন মিলি বিনা প্রতিদ্বিন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গোদাগাড়ী উপজেলায় ৯৪ টি কেন্দ্রের মধ্যে সুলতানগঞ্জ আল সাফিয়াতুস কামিল মাদ্রসায় ভোট জালিয়াতির অভিযোগে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। ফলে ৯৩ টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
আওয়ামীলীগের নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগ বিদ্রোহী মোঃ বদিউজ্জামান ১৮ হাজার ৫০২ ভোট পান। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক প্রার্থী সালাহ উদ্দীন বিশ্বাস ৬ হাজার ৩৩৫ এবং ওয়ার্কাস পার্টির প্রার্থী হাতুড়ী প্রতীক৬৭৯ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউবওয়েল প্রতীক আব্দুল মালেক ২৪ হাজার ৭৪৮ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক তৌহিদুল ইসলাম ৭হাজার ১৪ , উড়োজাহাজ প্রতীক মোঃ মাহবুবুর রহমান ১০ হাজার ৪৩৩ , তালা প্রতীক শফিকুল ইসলাম সরকার ২২৮৬৫ এবং টিয়া প্রতীক প্রার্থী সালমান ফিরোজ ফয়সাল ৮৬৪৩ ভোট পেয়েছেন।
রোবাবার সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত গোদাগাড়ী উপজেলার ৯৪ টি ভোট কেন্দ্র একটানা অনুষ্ঠিত হয়।
কয়েকটি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে সহকারি রির্টানিং অফিসার মোহাম্মদ মশিউর রহমান জানান।
খবর ২৪ ঘণ্টা/আরএস