নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে নিজ দোকান থেকে ইয়াকুব (২৮) নামের এক যুবকের ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে গোদাগাড়ী পৌরসভার হাটপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান জানান, মৃতব্যক্তি স্টিলের দোকান করতেন। বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয়রা তার লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় তার পেচিয়ে আত্মহত্যা করেছেন। তবে প্রকৃত বিষয়টি জানার জন্য লাশ ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আত্মহত্যা করে থাকলেও কেন আত্মহত্যা করেছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।