ঢাকাশুক্রবার , ২৫ আগস্ট ২০২৩
   
আজকের সর্বশেষ সবখবর

গোদাগাড়ীতে অস্ত্র ও কোটি টাকার হেরোইনসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর গোদাগাড়ীতে অস্ত্র গুলি ও মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোদাগাড়ীর মহিষালবাড়ী বাজারে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য উদ্ধার করে।

আটককৃতরা হলো জামাল (৩৯) ও তার সহযোগী ইসমাইল হোসেন (২৪)। জামাল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়াড় মানিকচরের রকিবুর রহমানের পুত্র ও ইসমাইল একই একই এলাকার ভগবন্তপুরের আনারুল হকের পুত্র।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি দল গোদাগাড়ী থানার মাটিকাটা আদর্শ কলেজ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই দল জানতে পারে, গোদাগাড়ীর মহিষালবাড়ী বাজারের পুরাতন জামে মসজিদের গেটের সামনে বিক্রির জন্য দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছে ।

এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করে। পালানোর সময় ডিবি পুলিশের হাতে দুজনই আটক হয়। পরে আটক জামালের ডান হাতে থাকা লাল কাপড়ের ব্যাগের মধ্য থেকে দুইটি পলিথনে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। তা ছাড়া ওই একই অভিযুক্তের দেহ তল্লাশি করে একটি দেশিয় একটি ওয়ানশুটার গান উদ্ধার হয়।

পরে আটককৃতদের গোদাগাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।