1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গেইলদের জয় দেখতে মন্দিরে পুজো দিলেন বলিউড অভিনেত্রী - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

গেইলদের জয় দেখতে মন্দিরে পুজো দিলেন বলিউড অভিনেত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ৬ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: সুপার সানডে’র মেগা ম্যাচে ঘরের মাঠে রাজস্থানের মুখোমুখি কিংস ইলেভেন পঞ্জাব৷ সেই ম্যাচে গেইল-অশ্বিনদের জন্য পুজো দিলেন বলিউড অভিনেত্রী৷ নিজের ফ্র্যাঞ্চাইজির জয় কামনা করে ইন্দোরের খজরানা গণেশ মন্দিরে ছুটে যান বলিউডের ‘জারা’ প্রীতি জিন্টা৷ দর্শনার্থীদের ভিড়ে নিজের পরিচিতি লুকিয়ে সাধারণ মানুষের মতো ভিড় ঠেলে পুজো দেন তিনি৷ শেষমেশ অবশ্য নিজের পরিচিতি লুকোতে পারেননি প্রীতি৷ মন্দিরের পূজারির চোখে ধরা পড়ে যান কিংস ইলেভেন মালকিন৷ দলের জয় কামনা করে প্রীতির পুজো দেওয়া ভিডিও ইতিমধ্যে সোশাল মিডিয়ায় কিন্তু ভাইরাল৷

ভিডিওতে দেখা গিয়েছে কালো কাপড়ে মুখে ঢেকে মন্দিরে প্রবেশ করেন প্রীতি৷ এরপর মন্দিরের অন্যন্য দর্শনার্থীরা তাঁকে চিনতে শুরু করলে দ্রুত পুজো দিয়ে বেড়িয়ে আসেন পঞ্জাবের মালকিন৷

এগারোর আইপিএলে এই মুহূর্তে দুর্দান্ত পারফরম্যান্স করেছে প্রীতির ফ্র্যাঞ্চাইজি৷ ৮ ম্যাচের পাঁচটিতে জিতেছে অশ্বিনরা৷ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের চার নম্বরে রয়েছে তারা৷ ব্যাট হাতে বিংধ্বসী ফর্মে রয়েছেন ক্রিস গেইল৷ ওপেনার লোকেল রাহুলও ধারাবাহিকভাবে রান করছেন৷ আফগান স্পিনার মুজিব রহমান প্রতি ম্যাচেই চমক দিচ্ছেন৷ সব মিলিয়ে অশ্বিনের নেতৃত্বে প্লে-অফের শেষ চারে স্থান পাওয়ার আশা দেখাচ্ছে পঞ্জাব৷

শেষ দুই ম্যাচে অবশ্য ছন্দে নেই গেইল-অশ্বিনরা৷ সানরাইজার্সের বিরুদ্ধে ১৩৩ রানের টার্গেট তাড়া করতে নেমে হেরে বসে পঞ্জাব৷ পরের ম্যাচে আবার মুম্বইয়ের বিরুদ্ধে ১৭৪ রান ডিফেন্ড করতে নেমে ব্যর্থ হয় স্টইনিস-মুজিবরা৷ পরপর দুই ম্যাচ হেরে তাই রাজস্থানের বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের ফর্মে ফিরতে মরিয়া অশ্বিনব্রিগেড৷ রয়্যালস ম্যাচে অশ্বিনদের জয় কামনা করে তাই খজরানা মন্দিরে পুজো দিলেন প্রীতি৷
খবর২৪ঘণ্টা.কম/জন

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST