1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গুরুতর চোট আলিয়ার, ডাক্তারের কাছে নিয়ে গেলেন রনবীর - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৩ মে ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

গুরুতর চোট আলিয়ার, ডাক্তারের কাছে নিয়ে গেলেন রনবীর

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮

বিনোদন ডেস্ক: যদি বয়ফ্রেন্ড হতেই হয় তাহলে রনবীর কাপুরের মতো হোক৷ এমনটা বলবেন আপনিও৷ কারণ যোগ্য প্রেমিক হওয়ার প্রমাণ দিয়েছেন রনবীর৷ পায় চোট পেয়েছেন আলিয়া৷ ডাক্তারের কাছে নিজেই তাঁকে নিয়ে গেলেন রনবীর৷ এমনকি ডাক্তার দেখিয়ে বাড়িও ড্রপ করে দিলেন অভিনেত্রীকে৷ সেই ভিডিও এবং ছবি প্রকাশ্যে আসার পর থেকেই রনবীরের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা৷

সম্প্রতি জানা গিয়েছিল বলিউডের এই নতুন জুটি একটি হোটেলে চেক ইন করেন৷ সেখানে একান্তে সময় কাটান এই প্রেমিক জুটি বলে খবর৷ তাদের ভালবাসার ডানা ব্রক্ষাস্ত্রের সেটে উড়ান মেলেছে৷ গত এক বছর ধরে তাদের আরও বেশি কাছাকাছি আসার প্রমানও পাওয়া যাচ্ছে৷

কয়েক সপ্তাহ আগে আলিয়া রনবীরের সঙ্গে দেখা করতে উড়ে গিয়েছিলেন নিউ ইয়োর্কে৷ সেখানে রনবীরের বাবা ঋষি কাপুরের চিকিৎসা চলছে বলে খবর৷ সুত্রের খবর অনুযায়ী রনবীর আলিয়া আগামী বছর নিজেদের সম্পর্ককে বিয়ের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাও করছেন৷ এমনকি রনবীর কাপুরও সোশ্যাল মিডিয়াতে চ্যাট করাকালীন ইঙ্গিত দিয়েছিলেন সম্ভবত খুব তাড়াতাড়ি বিয়ে করবেন তিনি৷

ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মক্ষেত্রেও এই নতুন জুটি দর্শকদের তাদের কেমিস্ট্রি দেখাতে চলেছেন আয়ান মুখার্জীর ব্রক্ষাস্ত্র ছবির মাধ্যমে৷ আগামি বছরেই এই ছবির মুক্তি পাওয়ার কথা৷ এই ছবির শুটিং এর জন্য চূড়ান্ত ব্যস্ত এখন রনবীর আলিয়া৷ তবে সেই ব্যস্ততার থেকেও সময় বের করে রবিবার রাতে একান্তে তারা একে অপরের সঙ্গে সময় কাটালেন৷

প্রাক্তন প্রেমিকা দীপিকা পাডুকোনের বিয়ের পর রনবীর কাপুর কবে বিয়ের পিঁড়িতে বসবেন সেই দিকে সবার নজর তো রয়েছে৷ তার মধ্যে তাদের মুম্বইয়ের হোটেলে একান্তে সময় কাটানোর খবর থেকে শুরু করেল আলিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এসব খবর যেন সেই প্রশ্নকে আরও উসকে দিচ্ছে যে কবে গাঁটছড়া বাঁধছেন রনবীর আলিয়া৷

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST