বিনোদন ডেস্ক: নব্বইয়ের দশকে বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন সালমান শাহ। আর সব ক’টিই ছিল ব্যবসাসফল। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তিনি। এর মধ্য দিয়েই একটি তারা খসে পড়ে চলচ্চিত্র অঙ্গন থেকে।
এদিকে এই নায়কের মৃত্যুদিন উপলক্ষে আরটিভির জনপ্রিয় লাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক স্টেশন’ সাজানো হয়েছে এই নায়কের স্মরণে। বিশেষ এই পর্বে গান করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ঝিলিক ও রাজীব। এমনটিই জানা গেছে অনুষ্ঠানটির সংশ্লিষ্ট সূত্রে।
কামরুন নাহার অভির উপস্থাপনায় ‘মিউজিক স্টেশন’-এ গানের দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দেবেন শিল্পীরা। শোনাবেন দর্শকদের পছন্দের গান। অনুষ্ঠানটি প্রচার হবে আরটিভিতে ৬ সেপ্টেম্বর রাত ১১টা ২০ মিনিটে।
বাংলা চলচ্চিত্রের সফল এই নায়কের অকাল প্রয়াণে এ দেশের চলচ্চিত্রশিল্পের যে ক্ষতি হয়েছে, তা এখন পর্যন্ত পূরণ হয়নি। মৃত্যুর পর অনেক বছর পেরিয়ে গেলেও এখনো মানুষের হৃদয় থেকে মুছে যাননি সালমান। এখনো সবাই গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করে এ দেশের চলচ্চিত্রের এই আলোচিত নায়ককে।
খবর ২৪ঘণ্টা/ নই