খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। নিহতের পরনে নীল গেঞ্জি ও কালো রংয়ের প্যান্ট রয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আরব আলী জানান, গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় আক্কাস মার্কেটের পাশে ঢাকা-জয়দেবপুর রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় এখনও জানা যায়নি।
খবর২৪ঘণ্টা.কম/রখ