1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গর্ভধারণ সুনিশ্চিত করতে জানেন কেন মহিলাদের অন্ধকারে থাকা ভালো? - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

গর্ভধারণ সুনিশ্চিত করতে জানেন কেন মহিলাদের অন্ধকারে থাকা ভালো?

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মা হতে চান! তাহলে রাত জেগে গল্প বই পড়া আর সিনেমা দেখার অভ্যাস ত্যাগ করতে হবে। এক গবেষণায় দেখা গিয়েছে, রাতে বারবার আলো জ্বালানো হলে মেয়েদের ‘ফার্টিলিটি হরমোন’ বা উৎপাদন ক্ষমতা কমে যায়।

স্যান অ্যান্টোনিওর স্বাস্থ্য বিজ্ঞান কেন্দ্রের ইউনিভার্সিটি অফ টেক্সাসের সেলুলার বায়োলজির অধ্যাপক রাসেল জে রেইটার বলছেন, “মেয়েদের শরীরের প্রজনন ক্ষমতার অনুকূল পরিবেশ তৈরিতে, বিশেষ করে ভ্রুণের বৃদ্ধির জন্য অন্ধকার খুবই জরুরি।”

মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি মেলাটনিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত করে থাকে। আর অন্ধকারেই এই গ্রন্থিটি বেশি কার্যকর হয়।

তাঁর কথায়, “অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ মেলাটনিন অনেক শক্তিশালী একটি হরমোন। যখন মহিলাদের ডিম্বানু উৎপাদনের সময় হয় তখন এই হরমোন ডিম্বানু নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে।”

গবেষণায় আরও দেখা গিয়েছে, যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের অন্তত আট ঘন্টা অন্ধকারে কাটানো উচিত। আর এজন্য সবচেয়ে ভালো হচ্ছে রাত। গবেষকরা জানাচ্ছেন, হরমোন নিঃসরণের জন্য অন্ধকারে থাকা জরুরি। তবে এর সঙ্গে ঘুমের কোনও সম্পর্ক নেই। একটি সংবাদমাধ্যমকে রেইটার বলেছেন, “মেলাটনিন তৈরি করতে অন্ধকারই বেশি গুরুত্বপূর্ণ।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST