খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়নের সৌদিয়াবাজার নামক স্থানের ব্রহ্মপুত্র নদের তীর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ।
রোববার এই লাশ উদ্ধার করা হয়। জানা যায়, রাতে কোন এক সময়ে এই অজ্ঞাতনামা যুবককে কে বা কারা হত্যা করে গলায় ফাঁসি লাগিয়ে লাশ গাছে ঝুলিয়ে রাখেছে। নিহত যুবকের বাম পায়ে বায়ু পথে আঘাতের চিহ্ন রয়েছে। পাগলা থানার ওসি মোখলেছুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ