খবর ২৪ ঘণ্টা ডেস্ক: গণফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. রেজা কিবরিয়া। গত নির্বাচনের আগে দলে যোগ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচনে অংশ নেন অর্থনীতিবিদ রেজা কিবরিয়া। সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়া তনয় রেজা কিবরিয়া গণফোরামে যোগ দেয়ার পর থেকে সক্রিয় ভূমিকা রাখছেন। আজ বিকালে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের নতুন কমিটি ঘোষণা করেন ড. কামাল হোসেন। কমিটিতে ড. কামাল সভাপতি হিসেবে পুননির্বাচিত হয়েছেন।
নির্বাহী সভাপতি হয়েছেন, অধ্যাপক আবু সায়ীদ ও সুব্রত চৌধুরী। একই সঙ্গে ১৩ সদস্যের সভাপতি পরিষদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে দল থেকে নির্বাচিত এমপি মোকাব্বির খান থাকলেও বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর নাম নেই।
সভাপতি পরিষদে আছেন, এডভোকেট এ.এইচ.এম খালেকুজ্জামান, অধ্যাপক আবু সাইয়িদ, এডভোকেট আব্দুল আজিজ, মফিজুল ইসলাম খান কামাল, এডভোকেট সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, মেজর জেনারেল আ ম সা আ আমিন, এডভোকেট জগলুল হায়দার আফ্রিক, এডভোকেট মহসিন রশীদ, এডভোকেট শান্তিপদ ঘোষ, এডভোকেট আ.ও.ম শফিক উল্লাহ, মেসবাহ উদ্দীন, এডভোকেট মোহাম্মদ জানে আলম।
খবর২৪ঘণ্টা, জেএন