খবর২৪ঘণ্টা, ডেস্ক: খুচরা কবি, পাতি লেখক আর ভন্ড দেশপ্রেমীরা সারাজীবন বাংলা সাহিত্যের প্রধান কবি আল মাহমুদকে কষ্ট দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট রাজনীতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল।
শনিবার সকাল সোয়া ৯ টার দিকে তিনি তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে আসিফ নজরুল বলেন, খুচরা কবি, পাতি লেখক আর ভন্ড দেশপ্রেমীরা সারাজীবন কষ্ট দিয়েছে আপনাকে, ছোট করার চেষ্টা করেছে। কিন্তু এটা সবাই জানে, আপনিই বাংলাদেশের শ্রেষ্ঠ কবি। আপনার লেখাই সবচেয়ে বেশী বাংলাদেশ। মানুষ কাঁদছে আপনার জন্য। আপনাকে পড়িনি তেমন, তবু কাঁদছে আমারও হৃদয়। ভালো থাকুন আল মাহমুদ। আল্লাহ আপনাকে চিরশান্তি দান করুন।
খবর ২৪ঘণ্টা/ জেএন