নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজশাহী মহানগরীর বিভিন্ন দেওয়ালে দেওয়ালে পোস্টারিং করা হয়েছে। বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকার দেওয়ালে এ পোস্টার দেখা যায়। পোস্টারে খালেদা জিয়ার কার্টুন ছবি ব্যবহার করা হয়েছে। তবে কে বা কারা এ পোস্টার লাগিয়েছে তা পোস্টারে লেখা নেই। ওই পোস্টারে খালেদার অর্থ গ্রহণের ব্যাপারেও তথ্য দেওয়া হয়েছে।
এদিকে, আগামীকাল বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেওয়া হবে। এ রায়কে কেন্দ্র করে সারা দেশের ন্যায় রাজশাহীতেও ব্যাপক উত্তাপ ছড়িয়েছে। রায়ের দিন সকাল ১০ টা থেকে নগরীর মালোপাড়াস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে।
আ’লীগের নেতাকর্মীরাও সকাল ১০টা থেকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে। জেলা আ’লীগের পক্ষ থেকেও শক্ত অবস্থানের কথা জানানো হয়েছে।
এদিকে, যেকোন অপ্রিতীকর পরিস্থিতি মোকাবেলায় আজ বুধবার সকাল থেকে মাঠে নেমেছে পুলিশ, র্যাব ও বিজিবির টিম। পুলিশ নগরীর বিভিন্ন স্থানে তল্লাশী চালাচ্ছে। পাশাপাশি র্যাবের ৫টি টিম নগর এলাকা ও জেলার ৯টি থানায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী করছে। সেই সাথে বিজিবি সদস্যরাও টহল দিচ্ছে। সবার চোখ এখন খালেদা জিয়ার মামলার রায়ের দিকে।
খবর২৪ঘণ্টা/এমকে