খবর২৪ঘণ্টা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ শুক্রবার দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়।
বিক্ষোভ মিছিলটি বাটা সিগন্যাল থেকে সায়েন্স ল্যাবরেটরির মোড়ে গিয়ে শেষ হয়। রুহুল কবির রিজভী ছাড়াও মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মূহুর্মূহু স্লোগান দেন।
খবর২৪ঘণ্টা, জেএন