নিজস্ব প্রতিবেদক :
খালেদা জিয়াকে মুক্তি দিন বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডির সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আব্দুর রব। শুক্রবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত রাজশাহীর মাদ্রাসা ময়দানে মহাসমাবেশে এ বক্তব্য দেন তিনি। তিনি আরো বলেন, সংলাপে গিয়েছিলাম, দেশ-জাতিকে বাঁচাতে চেয়েছিলাম। বলছি সংঘর্ষে যাবেন না। আমরা নির্বাচনে আসতে চাই, নির্বাচনে আসতে চাই। খালেদা জিয়াকে মুক্তি দেন, নেতাকর্মীদের মুক্তি দেন। সংলাপে দাবি করেছিলাম, সংসদ বাতিল করেন, আপনি পদত্যাগ করেন। শুনলেন না। তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করে দিলেন। আমরা যাতে নির্বাচনে যেতে না পারি। দেশের ৯০ শতাংশ ভোটারকে বাদ দিয়ে সাত দফা না মেনে দেশে নির্বাচন হতে পারে না। যখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য
আন্দোলন করেছিলেন সেটা কি সংবিধানে ছিল। আজকে বলছেন, তফসিল ঘোষণার পরে আন্দোলন বেআইনি। যখন বিরোধী দলে ছিলেন তখন বেআইনি ছিল না। এসব তালবাহানা করে পার পাবেন না। দাবি মানতে হবে। জেএসডি’র সভাপতি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মেরেছেন। আল্লাহর নবীর খুতবার পরিবর্তে মসজিদে সরকারের গুনগান পড়িয়েছেন। এবার আর রক্ষা নেই। জনতা জেগেছে, দেখে যান। পুলিশ দিয়ে বাধা দিয়েছেন। এবার ভোটের দিন লড়াই। এ লড়াইয়ে জিততে হবে। তফসিল যদি না পেছান, তবে জান দেব তো দাবি ছাড়বো না। আপনারা যখন তফসিল ঘোষণার পরে আন্দোলন করেন। তখন বেআইনি হয় না। আমরা করলে বেআইনি হয়ে যায়? কি করবেন জেলে নেবেন। ৬ বছর জেলে ছিলাম, জেল ভয় পাই না। খালেদা জিয়ার মুক্তির দাবি সারা দেশে ছড়িয়ে দিতে হবে। তফসিল না পেছালে নির্বাচন কমিশনে পদযাত্রা হবে। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।