খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ কারাগারে দেখা করতে যাবে তার বিশেষজ্ঞ চিকিৎসক দল। চিকিৎসক দলে রয়েছেন- ডা. এস এম সিদ্দিকী, ডা. ওয়াহিদুর রহমান, ডা. আব্দুল কুদ্দুস ও ডা. মামুন আহমেদ।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, শনিবার বিকাল ৩টায় চিকিৎসক দলের সদস্যরা নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে যাবেন।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ