খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আদালতের একটি সূত্র জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ২০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।
গত কয়েক দিন ধরেই এ রায়কে কেন্দ্র করে সারা দেশে পুলিশ ধরপাকড় চালিয়ে আসছিল। বিএনপির দাবি, এরই মধ্যে তাদের হাজার হাজার নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ