নিজস্ব প্রতিবেদক: শিক্ষানগরী রাজশাহী থেকে প্রকাশিত পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবর ২৪ ঘণ্টার সংবাদের প্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত একজন এসআই, একজন টিএসআই ও একজন এএসআই’র রদবদল হয়েছে। এর আগে খবর ২৪ ঘণ্টায় এসআই ও এএসআই’র অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে খবর ২৪ ঘণ্টায় সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলে এক এসআইয়ের থানা থেকে র্যাবে বদলি ও অপর এক টিএসআই ও এএসআইকে রদবদল করা হয়। তবে এখনো বহাল তবিয়তে রয়েছেন বেশ কিছু এসআই ও এএসআই। যারা
দীর্ঘদিন ধরে আরএমপিতে ও কেউ কেউ চাকুরী জীবনের বেশি সময় একই থানায় রয়েছেন। সূত্রে জানা গেছে, সংবাদ প্রকাশের পর মতিহার থানার এসআই টিএম সেলিমের বদলি হয় র্যাবে। নগরীর বোয়ালিয়া থানাধীন বোসপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই মনিরুল ইসলাম এর বদলি হয় নগরীর কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সে। তিনি চলতি মাসে ৭ তারিখে সিসি নিয়ে বোসপাড়া ফাঁড়ি থেকে ৮ তারিখে কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সে যোগদান করেন। এ ছাড়াও দীর্ঘদিন রামেক হাসপাতাল পুলিশ বক্সে থাকা বক্সের ইনচার্জ এএসআই রফিকুল ইসলামকে পুলিশ বক্স থেকে রাজপাড়া থানায় প্রত্যাহার করে নেয়া হয়
। তবে এখানো বহাল তবিয়তে আছে যাদের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ রয়েছে এ সমস্ত কিছু এসআই ও এএসআই। এরমধ্যে রয়েছে, বোয়ালিয়া মডেল থানার এসআই গোলাম মোস্তফা, এএসআই উত্তম, নগরীর রাজাপাড়া থানার এসআই শরিফুল ইসলাম, এয়ারপোর্ট থানার এসআই তাবারক, বায়া ফাঁড়ির টিএসআই হানিফ, বেলপুকুর থানার এসআই শফিকুল ইসলামসহ আরো বেশ কিছু এসআই ও এএসআই।
এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপির আরো-ওয়ান আমির সকার। তিনি বলেন, এক এসআই র্যাবে ও একজন টিএসআই ও এক এএসআই’কে রদবদল করা হয়েছে।
আর/এস