সংবাদ বিজ্ঞপ্তি :
৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস। এবছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে ক্রীড়ায় শান্তির সমাবেশ, উন্নয়নে বাংলাদেশ’। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাফর ইমাম টেনিস কমপ্লেক্স বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে ক্রীড়াজগতের মান কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে বিশেষ বক্তব্য রাখেন, জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আক্কাস আলী । তিনি বলেন, সুস্থ দেহ সবল মন খেলাধুলার প্রয়োজন। যদি কেউ সুস্থদেহ ও সবল মন চায় তাহলে খেলাধুলার কোন বিকল্পনেই। খেলাধুলাই একমাত্র সঠিক ব্যক্তিত্ব বিকাশ, সুস্থশরীর গঠনে ও মানষিক বিকাশে কার্যকরী ভুমিকা পালনকরে। একটি শিশু বিভিন্ন মাধ্যম থেকে বিনোদন খুঁজে।তবে বর্তমানে শিশুদের সবচেয়ে বড় বিনোদনের কেন্দ্রবিন্দু হল খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে শিশুদের মধ্যেভাতৃত্ববোধ ও সম্প্রীতির সুসম্পর্ক গড়ে ওঠে। চিন্তার শক্তি বৃদ্ধি পায় যা তার মনে অনেক বড় হ্ওয়ার স্বপ্ন জাগায়, প্রতিভা বিকাশে সহায়তা করে। শিশুকে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলার কোনোবিকল্প নেই।
খেলাধুলা মনে স্বাচ্ছন্দ্য আনে, দেহে প্রশান্তিঘটায়। পরিচ্ছন্ন বিনোদন ও খেলাধুলায় যে শিশু বেড়ে ওঠে তার পক্ষে সফল মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব।আবার অপরিচ্ছন্ন বা কুয়াশাচ্ছন্ন বিনোদনে বেড়ে ওঠা শিশুর জীবন ধ্বংস হতে বাধ্য। এ কারণে বলা হয়, শিশুবয়সে মানুষ যা গ্রহণ করে পরবর্তী জীবনে সে তা লালনকরে। আমরা আমাদের দেশকে আলোকিত ও পরিচ্ছন্নমানুষে ভরপুর করে গড়ে তুলতে চাই, এর জন্য দরকারসুস্থ-সুন্দর সহজলভ্য খেলাধুলা ও বিনোদন ব্যবস্থা। খেলাধুলা শিশুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলাধুলারমাধ্যমেই একটি শিশুর শারিরীক, মানসিক ও ব্যক্তিত্বেরবিকাশ সাধিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাফর ইমাম টেনিস কমপ্লেক্সেৱ যুগ্ম সেক্রেটারীদ্বয়সহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য, আজীবন সদস্য ও সাধারণ সদস্যগণ সহ টেনিস ক্ষুদে খেলোয়াড় ও অভিভাবকগণ।
খবর24ঘণ্টা/এমকে