খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: করণ সিং গ্রোভারের সঙ্গে ব্রেকআপ হয়ে গিয়েছে তাঁর। তাঁকে ছেড়ে বিপাশা বসুকে বিয়ে করেছেন টেলি অভিনেতা করণ সিং গ্রোভার। কিন্তু, করণের সঙ্গে বিচ্ছেদের পর জেনিফারের গ্ল্যামার বেড়েছে বৈ কমেনি। বিচ্ছেদের পর কখনও কুণাল কোহলির সঙ্গে তাঁর ‘লিপ লক’-এর ছবি ভাইরাল হয়েছে, আবার পর্দায় কখনও কুশল ট্যান্ডনের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে জেনিফার উইনগেটকে। সবকিছু মিলিয়ে বর্তমানে বেশ উর্ধ্বমুখী জেনিফারের কেরিয়ার গ্রাফ।
আর এবার একটি প্রসাধনি কম্পানির বিজ্ঞাপনে দেখে গেল জেনিফারকে। লিপস্টিক, মেকআপ সহ সেখানে দেখা যায় সুন্দরী অভিনেত্রীকে। কিন্তু, এসবের মধ্যেই জেনিফারের বেশ কিছুটা পোশাক বদলানোর ছবিও উঠে আসে ভিডিওতে। আর ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
এদিকে বিপাশা বসুর গলায় মালা পড়ানোর পরও জেনিফারের শেয়ার করা পোস্টে লাইক করতে দেখা যায় করণকে। কিন্তু, বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর পরই তা আবার আনলাইক করে দেন বিপাশা বসুর স্বামী।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন