খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: ইরফান খানের পর এবার সোনালি বেন্দ্রে। মারণরোগ থাবা বসিয়েছে আরও এক বলিউডবাসীর শরীরে। ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী৷ ইনস্টাগ্রামে ফলোয়ারদের নিজেই একথা জানান তিনি৷ আপাতত চিকিৎসার জন্য নিউ ইয়র্কে রয়েছেন সোনালি৷
ইনস্টাগ্রামে নায়িকা লেখেন, ‘‘সদ্যই আমার ক্যানসার ধরা পড়েছে৷ নানা পরীক্ষা-নিরীক্ষার পরই এই রোগের কথা জানতে পারি৷ আশাও করতে পারিনি জীবনে এমন ধাক্কা আসবে৷ তবে কঠিন পরিস্থিতিতে যুদ্ধের জন্য তৈরি আছি৷’’ ৪৩ বছর বয়সী অভিনেত্রীর কঠিন সময়ে পাশে থাকার জন্য আপনজনদের ধন্যবাদ জানিয়েছেন৷ অভিনেত্রী লেখেন,‘‘আমার পরিজন এবং কাছের বন্ধুরা আমাকে ঘিরে রয়েছে৷ আমি সত্যিই আশীর্বাদধন্য যে এতটা পাশে পেয়েছি সকলকে৷ প্রত্যেকের সমর্থন ও ভালবাসাই আমাকে এই লড়াইয়ে অংশ নিতে সাহস জোগাচ্ছে৷’’
ইরফান খানের পর এবার সোনালি বেন্দ্রে। মারণরোগ থাবা বসিয়েছে আরও এক বলিউডবাসীর শরীরে। ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী৷ ইনস্টাগ্রামে ফলোয়ারদের নিজেই একথা জানান তিনি৷ আপাতত চিকিৎসার জন্য নিউ ইয়র্কে রয়েছেন সোনালি৷
ইনস্টাগ্রামে নায়িকা লেখেন, ‘‘সদ্যই আমার ক্যানসার ধরা পড়েছে৷ নানা পরীক্ষা-নিরীক্ষার পরই এই রোগের কথা জানতে পারি৷ আশাও করতে পারিনি জীবনে এমন ধাক্কা আসবে৷ তবে কঠিন পরিস্থিতিতে যুদ্ধের জন্য তৈরি আছি৷’’ ৪৩ বছর বয়সী অভিনেত্রীর কঠিন সময়ে পাশে থাকার জন্য আপনজনদের ধন্যবাদ জানিয়েছেন৷ অভিনেত্রী লেখেন,‘‘আমার পরিজন এবং কাছের বন্ধুরা আমাকে ঘিরে রয়েছে৷ আমি সত্যিই আশীর্বাদধন্য যে এতটা পাশে পেয়েছি সকলকে৷ প্রত্যেকের সমর্থন ও ভালবাসাই আমাকে এই লড়াইয়ে অংশ নিতে সাহস জোগাচ্ছে৷’’
খবর২৪ঘণ্টা.কম/নজ