খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: বিড়ালে ভয় পান দীপিকা? কিন্তু এমন তো তাঁকে কথনও বলতে শোনা যায়নি৷ তবে সত্যি এক ধরনের ‘ক্যাট’ কে এড়িয়ে চলেন তিনি৷ আঁচ করতে পারছেন নিশ্চই!
কথা হচ্ছে ক্যাটরিনা কাইফের৷ যার সাক্ষাৎ পাওয়ার আগেই জিমের বাইরে থেকেই উধাও হয়ে গেলেন দীপিকা পাডুকোন৷
বেশ কদিন ধরে ঘাড়ের ব্যাথায় ভুগছিলেন দীপিকা পাডুকোন৷ ব্যাথার জন্য শুটিং ও বন্ধ করতে বাধ্য হয়েছিলেন তিনি৷ কিন্তু কাজে তো ফিরতেই হবে৷ ফিটও থাকতে হবে৷ আর ফিট থাকতে বলে যেতে হবে জিমে৷
সেলেব্রিটি ফিমেল জিম ইন্সট্রাক্টর জ্যাসমিন কারাচিওয়ালা৷ জ্যাসমিনের ফিটনেস স্টুডিওয় সকল নামি দামী সেলেবের যাতায়াত৷ দীপিকাও নিজের ব্যাক পেইন থেকে আরাম পাওয়ার জন্য আর কিছু ক্যালরি ঝড়াবার জন্য গিয়েছিলেন দীপিকা ৷ কিন্তু বাইরে ক্যাটরিনার গাড়ি পার্ক করা দেখেই গাড়ি নিয়ে ইউ টার্ন মারেন তিনি৷
দীপিকা এই প্রথম ক্যাটরিনাকে এড়িয়ে গেছেন তা নয়৷ আগেও বিএফএফস উইথ ভগে, হোস্ট নেহা ধুপিয়াকে জানান যে তিনি তাঁর বিয়েতে ক্যাটরিনাকে আমন্ত্রণ জানাতে চান না ৷
খবর২৪ঘণ্টা.কম/রখ