রাবি প্রতিনিধিঃ সরকারী চাকুরীতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সনদপত্র গলায় ঝুলিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন ঝাঁড়ু–দিয়ে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ কর্মসূচী পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল সহযোগে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান ফটক ঘুরে সাবাস বাংলাদেশ চত্তরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী ও সংগঠনটির যুগ্ম আহ্বায়ক হালিম শেখের সঞ্চালনায় ইসলামিক স্টাডিস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও কমিটির আহ্বায়ক মাসুদ মোন্নাফ সমাবেশে বলেন, ‘আজ বঙ্গবন্ধুর সোনার বাংলায় ৯৮ ভাগ মেধাবীরা জেগে উঠেছে। ২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে এদেশের নিরীহ মানুষের উপর ঝাপিয়ে পড়েছিল, সেভাবে মাত্র ২ ভাগ কোটাধারীরা ৯৮ ভাগ মেধাবীদের উপর চেপে বসেছে।’
তিনি আরও বলেন, ‘ঝাড়ু– পরিচ্ছন্নতার প্রতীক। আমরা এর মাধ্যমে সমাজ থেকে দূর্নীতি, বৈষম্য দূর করতে চাই। আমরা কোটা বাতিল চাই না, আমরা কোটা সংস্কার চাই।’
এসময় প্রায় পাচ শতাধিক শিক্ষাথী উপস্থিত ছিলেন। কর্মসূচী থেকে ২৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের নাগরিক সমাবেশের ঘোষণা দেন তারা।
খবর২৪ঘণ্টা.কম/রখ