1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাবিতে ক্লাস বর্জন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাবিতে ক্লাস বর্জন

  • প্রকাশের সময় : সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

রাবি প্রতিনিধি: দেশব্যাপী চলা কোটা সংস্কারের দাবিতে ঢাকার শাহবাগে আন্দোলরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচী পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ অবস্থান কর্মসূচীতে অংশ নেয় তারা।

এর আগে গতকাল রোববার রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর শাহবাগে পুলিশি হামলায় অসংখ্য শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় রাবি ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উত্তেজিত আবাসিক হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘প্রশাসনে কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’ স্লোগান দিয়ে রাত প্রায় ১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। এসময় তারা গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে কোটা সংস্কারের দাবিতে স্লোগান দিয়ে ক্লাস বর্জনের ঘোষণা দেয়।

পরে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক র‌্যালিতে একত্র হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে আবার কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করে। এদিকে ক্লাস বর্জনের ঘোষণাকে সম্মতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীরা শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান করছে।

এদিকে তাদের ক্লাস বর্জন কর্মসূচীকে সম্মতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড.আকতার বানু এবং ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. আমিরুল ইসলাম ।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘এ বিষয়ে আমাদের কিছু করার নেই যেহেতু সারাদেশে আন্দোলন হচ্ছে । শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে এবং কোন ধরণের সংঘর্ষ ছাড়াই তা চলছে।’

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST