1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবিতে রাজশাহীতে ১৪ দলের মানববন্ধন - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবিতে রাজশাহীতে ১৪ দলের মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ২১শে ফেব্রুয়ারী সোনাদিঘি সংলগ্ন ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত স্থানে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবিতে ১৪ দলের আয়োজনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ১৪ দল রাজশাহীর সমন্বয়ক, নগর আ’লীগ সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার না থাকায়, আমরা কেউ ভূবন মোহন পার্কে, কেউ রাজশাহী কলেজে, কেউ কোর্ট চত্বরে, কেউ বিভিন্ন প্রতিষ্ঠা প্রতিষ্ঠানের প্রাঙ্গনে গিয়ে ২১ ফেব্রæয়ারি শ্রদ্ধাঞ্জলি জানাই। এটি হওয়া উচিত ছিল না। রাজশাহীতে অনেক আগেই কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা উচিত ছিল। ১৯৫২ ভাষা আন্দোলনের পথ বেয়েই ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ নির্মাণের দাবি, জনগণের দাবি,

জনগণের দাবি সামনে কেউ কাঁটা হয়ে দাঁড়াবেন না। তিনি আরো বলেন, মানববন্ধন থেকে জেলা পরিষদ চেয়ারম্যানকে বলতে চাই, আমরা রাজশাহীর মানুষ যখন একমত হয়েছি, একজোট হয়েছি, একসঙ্গে রাস্তায় দাঁড়িয়েছি, সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত স্থানেই কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করবো ইনশাল্লাহ। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ও নগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
মানববন্ধন পরিচালনা করেন, রাজশাহী মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন। আরো বক্তব্য দেন, মহানগর আ’লীগের যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, ওয়াকার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ

সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, বাংলাদেশ জাসদের রাজশাহী মহানগর সভাপতি নুরুল ইসলাম হিটলার। মানববন্ধন ১৪ দলের সর্বস্তরের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST