ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

কু‌ড়িগ্রা‌মে দু’প‌ক্ষের সংঘ‌র্ষে নিহত ১, আহত ১১

admin
ডিসেম্বর ১৩, ২০১৭ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ কু‌ড়িগ্রা‌মের সদর উপ‌জেলার হলোখানা ইউ‌নিয়‌নে জ‌মিজমা সংক্রান্ত বি‌রো‌ধের জের ধ‌রে দু’প‌ক্ষের সংঘ‌র্ষে নুরুজ্জামান মণ্ডল (৬৫) না‌মে এক ব্যক্তি নিহত ও উভয় প‌ক্ষের কমপ‌ক্ষে ১১ জন আহত হয়েছেন। কু‌ড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

ওসি আব্দুস সোবহান বলেন, ‘পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের ব্যবস্থা কর‌ছে। আহতদের কু‌ড়িগ্রাম সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। দায়ী‌দের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চল‌ছে।

পু‌লিশ ও আহতদের সঙ্গে কথা ব‌লে জানা যায়, জ‌মিজমা সংক্রান্ত বি‌রো‌ধের জের ধ‌রে বুধবার (১৩ ডি‌সেম্বর) বেলা একটার দি‌কে হ‌লোখানা ইউ‌নিয়‌নের চর হ‌লোখানা গ্রা‌মের এনামুল হক মণ্ডলের লোকদের ওপর দেশীয় অস্ত্র ও লা‌ঠি‌ নি‌য়ে হামলা চালায় একই গ্রা‌মের একরামুল ও তার লোকজন। এ সময় উভয় প‌ক্ষের সংঘ‌র্ষে এনামুল হক মণ্ডল গ্রুপের নুরুজ্জামান মণ্ডল (৬৫) না‌মে একজন নিহত হন ও উভয় প‌ক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।