1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার আদাবাড়ীয়া-ডাংমড়কা সড়কের পেটকাটা ডহর মাঠে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার গড়ড়া গ্রামের মছের উদ্দিনের ছেলে মুফাজ্জেল হোসেন ওরফে মুফা (৪২) ও কৈপাল গ্রামের আব্দুর রহিমের ছেলে মাহাবুল হোসেন (৪০)।
পুলিশের ভাষ্যে, নিহতরা ডাকাত দলের সদস্য। নিজেদের মধ্যে গোলাগুলিতে তাদের মৃত্যু হয়েছে।

দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, আদাবাড়ীয়া-ডাংমড়কা সড়কের পেটকাটা ডহর মাঠে দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলি চলছে— এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়।

উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ডাকাতেরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে প্রায় আধা-ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। ডাকাতেরা পিছু হটলে সেখান থেকে গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ২টি দেশীয় এলজি বন্দুক, ৪ রাউন্ড গুলি ও ১টি রামদা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে দৌলতপুর থানার এসআই আসাদ হোসেন ও কনস্টেবল মো. জিয়া আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নিহতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলেও জানান ওসি।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST