ঢাকামঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় পদ্মায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১২, ২০১৭ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে মাহিম (১৩) নামে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে।

মঙ্গলবার বেলা ২ টার দিকে বৈরাগীরচর বাজার সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত বৈরাগীরচর গ্রামের আব্দুল জাব্বারের ছেলে এবং বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহিম ও তার বন্ধুরা দুপুরে বৈরাগীরচর বাজার সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামে। হঠাৎ মাহিম পানির নিচে তলিয়ে যায়। এ সময় তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে গিয়ে মাহিম কে নদী থেকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মাহিমের মৃত্যু হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।