খবর২৪ঘণ্টা ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকায় যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা চৌদ্দগ্রাম স্বাস্থ্য কম্প্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মিয়াবাজার হাইওয়ে পুলিশে ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক জানান, দুর্ঘটনায় কবলিত বাসটি মাইজভান্ডারের দরবার শরিফের উদ্দেশে যাচ্ছিলো। পথে এ দুর্ঘটনার কবলে পড়ে।
খবর২৪ঘণ্টা, জেএন