খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে পানিতে ডুবে রিয়াজ হোসেন (৩) ও রাব্বি আহম্মেদ (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার কাবিলা ডুবাইরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাব্বি ডুবাইরচর গ্রামের অলিউল্লাহর ছেলে এবং রিয়াজ একই এলাকার পলাশ মিয়ার ছেলে। শিশু রিয়াজের পিতা এই এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন, তাদের স্থায়ী বাড়ি ফরিদপুরে।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গেলে দু’জনে পুকুরে পড়ে যায়। দুপুরের দিকে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যু খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ