খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: কুমিল্লায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শনিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার ফালগুনকরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন, ভোলার সদর উপজেলার মাইনকার হাট গ্রামের মো. মমতাজ মিয়া (৫০) ও একই উপজেলার উত্তর দিঘলদি গ্রামের বাচ্চু মিয়া (৪০)। আহতদের স্থানীয় উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল- মাহফুজ জানান, ঢাকা থেকে জেনারেটরবাহী একটি ট্রাক চট্টগ্রাম যাচ্ছিল। চৌদ্দগ্রাম পৌর এলাকার ফালগুনকরায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে জেনারেটর চাপা পড়ে দুই শ্রমিক নিহত হন। আহত হন আরও দুজন।
খবর ২৪ঘণ্টা/ জেএন