খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: টেলিভিশন অভিনেত্রী রীনা আগ্রওয়াল ‘ক্যেয়া হাল মিস্টার পঞ্চাল’র শ্যুট চলাকালীন কুকুরের আক্রমণে হাসপাতালে ভর্তি হন৷ সূত্রের খবর, শ্যুটিংয়ের দৃশ্যটি ছিল কুকুরটার সঙ্গেই৷ শ্যুট চলতে চলতে হঠাৎই কুকুরটা আক্রমণাত্মক হয়ে ওঠে, এবং রীনার মুখে কামড় বসায়৷ গুরুত্বর যখম হন অভিনেত্রী৷ সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে৷
হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা গিয়েছে বেশ কয়েকটি সেলাই করতে হয়েছে তাঁর মুখে৷ ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দেন যেহেতু মুখে চোট পেয়েছেন আর স্টিচও রয়েছে তাই তাঁকে কমপক্ষে এক মাসের জন্য বেডরেস্টে থাকতে হবে৷
‘ক্যেয় হাল মিস্টার পঞ্চাল’ সিরিয়ালের ঘনিষ্ঠ সূত্র মারফত শোনা যায়, রীণার চোট গুরুত্বর। কুকুরটি তাঁর ঠিক ডান চোখের নীচে দাঁত বসিয়েছে৷ কোকিলাবেন আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে প্রায় পাঁচটা ইজেকশন দেওয়া হয়৷ এরপর প্রয়োজন পরলে আরও কয়েকটি দিতে হবে৷ হাসপাতালের কতৃপক্ষ জানিয়েছে আঘাতটি ঠিক হতে কুড়ি তিরিশ দিন সময় লাহবেই৷
তবে আশ্চর্য্যের বিষয় হল রীনার বাড়িতে একটি গোল্ডেন রিট্রিভার আছে যার জন্য তিনি জানেন কীভাবে কুকুরকে পোষ মানাতে হয়৷ সেইমত এই দৃশ্যটি করতেও রাজি হন তিনি৷ কিন্তু কীভাবে এমন ঘটনা ঘটল তার খেয় খুঁজে পাচ্ছে না কেউই।
খবর২৪ঘণ্টা.কম/নজ