নিজস্ব প্রতিবেদক :
আগামীকাল ১ জুলাই সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে রাজশাহী মহানগরীতে চলাচল বন্ধ হয়ে যাচ্ছে ব্যাটারি চালিত চিকন তিন চাকার রিক্সা। এর ফলে তিন চাকার রিক্সা আর নগরীতে চলাচল করতে পারবে না। এক মাস আগেই রাজশাহী সিটি কর্পোরেশন থেকে এ ঘোষণা দেওয়া হয়। যানজট সৃষ্টি ও দুর্ঘটনার কারণে এ রিক্সা চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। রোববার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ ঘোষণার কথা পূর্নব্যক্ত
করেন। তিনি বলেন, ব্যাটারি চালিত চিকন তিন চাকার রিক্সা চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। আগেই বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। কাল থেকে নগরীতে চিকন চাকার রিক্সা চলাচল করতে পারবে না। তবে মোটা চাকার রিক্সা চলাচল করবে। মোটা চাকার রিক্সা চলাচল করতে বাধা নেই। সেই সাথে ১ জুলাই থেকে অটোরিক্সা দুই ভাগে বিভক্ত হয়ে চলাচল করবে। সিটি কর্পোরেশন থেকে এর উদ্বোধন করা হবে।
আর/এস