খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কারাগারে জেলকোড অনুযায়ী ডিভিশন (সামাজিক মর্যাদা অনুযায়ী প্রথম শ্রেণীর সুবিধা) পেয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারউদ্দীন সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশে বিএনপি চেয়ারপারসনকে ডিভিশন দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি এ ডিভিশন পেয়েছেন।
বিএনপির আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দিতে সকালে নির্দেশ দেন আদালত।
খবর২৪ঘণ্টা.কম/রখ