সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ২৭ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

কারণ ছাড়াই বাড়‌ছে বি‌ডি ওয়েল্ডিংয়ের শেয়ারের দাম

অনলাইন ভার্সন
নভেম্বর ২৭, ২০১৭ ৬:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়‌ছে শেয়ারবাজা‌রে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডস লিমিটেডের শেয়ারের দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

জানা গেছে শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডস লিমিটেডকে নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। অর্থাৎ কারণ ছাড়াই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বাড়ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২২ নভেম্বর থেকে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডসের শেয়ারের দাম টানা বেড়েই চলছে। আলোচিত সময়ে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার ২০ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ২৪ টাকা ৯০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

আর শেয়ারের এ দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।