খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সরকারি ভবনে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই সরকারি কর্মকর্তা। প্রায় সাত ঘণ্টা ধরে বন্দুকধারীদের সঙ্গে গুলি বিনিময় হয় নিরাপত্তা বাহিনীর।
কয়েক ঘণ্টা ধরে চলা গোলাগুলি সোমবার রাতে শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে আফগান কর্তৃপক্ষ। কাবুলে সর্বশেষ এই রক্তাক্ত হামলায় আরও ২০ জনের বেশি মানুষ আহত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস জানিয়েছেন, দু’পক্ষের গোলাগুলিতে নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য। এছাড়া তিন হামলাকারীও নিহত হয়েছে। তারা নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছে।
সোমবার বিকেলে গণপূর্ত মন্ত্রণালয়ের বাইরে গাড়িতে থাকা এক আত্মঘাতী নিজের সঙ্গে থাকা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়। এরপরেই হামলা শুরু হয়। এখনও পর্যন্ত কোন গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ