খবর২৪ঘণ্টা ডেস্ক: কানাডার পূর্বাঞ্চলীয় রাজ্য কুইবেকে প্রচণ্ড তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। সোমবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মন্ট্রিলে নতুন করে ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে তাপদাহে ৫৪ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিলো।
জুলাইয়ের প্রথমদিক থেকে কানাডার পূর্বাঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেলেও কেবলমাত্র কুইবেকে তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে মৃতের সংখ্যা অনেক বেড়ে গেছে।
এর আগে ২০১০ সালে মন্ট্রিল অঞ্চলে প্রচণ্ড তাপদাহে প্রায় ১০০’ জন প্রাণ হারায়।
খবর২৪ঘণ্টা.কম/জেএন