খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: বলিউডের ‘ভাইজান’ অবশেষ প্রতিক্রিয়া দিলেন কাঠু্য়া ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে৷ সম্প্রতি ‘রেস থ্রি’র ট্রেলার লঞ্চে এসে এ বিষয় নিজের বিরক্তি প্রকাশ করে নিজের বক্তব্য রাখলেন সালমান খান৷ তাঁর মতে এ ধরণের ঘটনার বিরুদ্ধে সকলের প্রতিবাদ করা উচিত৷ এ ধরণের বর্বরসুলভ আচরণগুলি বন্ধ করতে হলে সবাইকে একজোট হয়ে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে৷
“আমার মনে হয় শিশুদের সঙ্গে যেটা হচ্ছে সেটা কেবল অপরাধ নয়, তার থেকেও খারাপ৷ অপরাধীদের শুধু শাস্তি দিলেই হবে না৷ সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷ প্রতিটি অপরাধের বিরুদ্ধে আমরা যদি আওয়াজ না তুলি, তাহলে কিছুই আটকানো যাবে না৷” এমনটাই জানালেন সালমান৷
গতকালই মু্ক্তি পেয়েছে ‘রেস থ্রি’র ট্রেলার৷ এখনও পর্যন্ত বলিউডের প্রতিটি ছবির মধ্যে, কম সময়ে সবথেকে ভিউজ পেয়েছে ‘রেস থ্রি’ ট্রেলার৷ ট্রেলার লঞ্চের ইভেন্টে তাঁকে কাঠুয়া, উন্নাও ধর্ষণের বিষয় প্রশ্ন করে মিডিয়া৷
ছবির বিষয় কথা বলতে গিয়ে জানান, “আগেকার দিনে যে ধরণের সিনেমা হতো তার সঙ্গে ‘রেস থ্রি’র মিল পাবে সকলে৷ বচ্চন সাহেব, ধর্মেন্দ্রজী যে টাইপের মুভি করতেন সেরকমই এসেন্স পাওয়া যাবে আমাদের এই ছবিতে৷”
রেমো ডিসুজা পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ১৫ জুন৷ সলমন খান ছাড়াও এছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন জ্যাকলিন ফারন্যানডিজ, অনিল কাপুর, ববি দেওল, ডেইজি শাহ, শাকিব সালিম৷
খবর২৪ঘণ্টা.কম/জন